~:এক সপ্তাহে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানার ৭ টি মন্দির ভাঙচুর:~
গত এক সপ্তাহে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানার বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা ৷ বেলকুচি উপজেলার মহাশ্মশান ঘাট কালীমন্দিরের কালী মূর্তি, এনায়েতপুর কালীমন্দিরের কালীদেবীর মূর্তি, বটতলা কালীমন্দির, হালদার পাড়ার দুর্গামন্দিরের লক্ষ্মীদেবীর প্রতিমা, খামারগ্রাম কালীমন্দিরের কালী দেবীর প্রতিমা সহ মোট সাতটি মন্দিরের দেবীমূর্তি ভাঙচুর করা হয়েছে।
বেলকুচি থানা পুলিশ প্রতিমা ভাঙচুর ঘটনায় ৫ জনকে আটক করেছে বলে থানা সূত্রে জানা যায় ৷ কিন্তু ধারাবাহিকভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে ৷ জেলা পূজা উদযাপন কমিটি, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটি, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে উক্ত ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিলে ছাত্ররা মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও মন্দিরগুলোতে প্রশাসন কর্তৃক ক্ষতিপূরণ দাবি করেন। সংখ্যালঘুদের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতায় অপশক্তিদের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য দাবি করেন তারা।
বেলকুচি থানা পুলিশ প্রতিমা ভাঙচুর ঘটনায় ৫ জনকে আটক করেছে বলে থানা সূত্রে জানা যায় ৷ কিন্তু ধারাবাহিকভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে ৷ জেলা পূজা উদযাপন কমিটি, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটি, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে উক্ত ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিলে ছাত্ররা মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও মন্দিরগুলোতে প্রশাসন কর্তৃক ক্ষতিপূরণ দাবি করেন। সংখ্যালঘুদের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতায় অপশক্তিদের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য দাবি করেন তারা।
হিন্দু বার্তা হতে
Translation:
~:In Belkuchi subdivision and under Enayetpur Police Station, in the Shirajganj district, 7 Hindu Temples were desecrated/damaged by the miscreants:~
In the last one week, in one of the most bizarre incidents, in Belkuchi sub-division and under Enayetpur police station, in the Shirajganj district, Bangladesh, several Hindu temples were vandalized and idols desecrated/destroyed by some miscreants. The following list includes some of prominent names, among the seven such incidents in the last one week:
(i) "Mahashamshan Ghat Kali" Idol in Belkuchi sub-division.
(i) "Mahashamshan Ghat Kali" Idol in Belkuchi sub-division.
(ii) The idol of goddess Kali in Enayetpur, Kali Temple
(iii) Bat-tola Kali Temple
(iv) The Lakshmi idol of "Durga" Temple in "Haldarpara"
(v) The idol of goddess "Kali" of Khamargram Kali Temple and few more.
In the connection the Belkuchi Police Station has rounded up 5 mischief mongers. But, this unwarranted breaking of the idols of Hindu Gods, in chronological order in so many places, has created a lot of furor among the local Hindus. The office bearers of District Pooja Celebration Committe, Shahjadpur subdivision Pooja Celebration Committe, Belkuchi subdivision Pooja celebration Committe, have vehemently criticized such motivated communal strikes by vested interest individual/groups on soft Hindu Targets and have asked for an immediate action against those responsible for perpetrating such heinous crimes against the Hindus. They had also, demanded compensation for the damaged party.
In another crucial development related to this shameless incident, National Students Federation of Bangladesh had organized a protest march within Dhaka University Campus. In that rally, the student leaders strongly condemned such motivated attacks on Hindu Symbols of reverence. They have also demanded an immediate compensation package, for those damaged temples, from the current Bangladeshi Government. The participating students in that rally, had also urged upon, the government of Bangladesh, to take stringent measures, against the culprits; so that the Human Rights and Right to religion, of the minorities of Bangladesh are not trampled upon by vested groups.
Courtesy: Shonaton.com