Monday, 11 March 2013

বিটিআরসির কড়া নজরদারিতে আপত্তিকর ব্লগ ও ফেসবুক পাতা
ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ধর্মীয় অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে এম অভিযোগের প্রেক্ষিতে আপত্তিকর ব্লগ ও ফেসবুকে পেজের দিকে কড়া নজরুদারির পাশাপাশি তা বন্ধ করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। 
বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস শনিবার বিকেলে এ তথ্য জানিয়ে বলেন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। একবার বন্ধ করে দেয়ার পর তা যেন আর নতুন করে খোলা না হয় সেদিকে নজরদারি দিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে যেকোন ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ের সুপারিশক্রমে যাচাই করা হচ্ছে। একই সাথে তিনি বিটিআরসি কোয়ালিটি অব সার্ভিস ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৫ জানুয়ারি সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) নামে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করে। একই বছরের ২২ এপ্রিল থেকে contact@csirt.gov.bd ঠিকানায় সাইবার ক্রাইম প্রতিরোধে অভিযোগ ও পরামর্শ নেয়া শুরু হয়।
গত ফেব্রুয়ারি মাসে এই টিম জানিয়েছিল যে, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ করা হয়েছে।

বাংলারিপোর্ট/এসকে/এসএ.

Courtesy: Bangla Report