জামাতের হিন্দু নিগ্রহ, বাংলাদেশে সর্বদল পাঠানোর দাবি বিজেপির
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর জামাত-ই-ইসলামির
‘অত্যাচার’এর যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে প্রতিবেশী দেশে একটি
সর্বভারতীয় প্রতিনিধিদল পাঠানোর দাবি জানাল বিজেপি। আজ রাজ্যসভায় এই দাবি
তুলেছেন বিজেপি এমপি তরুণ বিজয়। হিন্দুদের ওপর জামাতের নির্যাতনের মাত্রা
খতিয়ে দেখার জন্য প্রতিনিধিদল পাঠানোর দাবির সমর্থনে তিনি জিরো আওয়ারে
প্রসঙ্গটি তুলে বলেছেন, বাংলাদেশ তৈরি হওয়ার সময় সেদেশে হিন্দুরা ছিলেন ২৮
শতাংশ অত্যাচার, নির্যাতনের জেরে তাঁরা এখন কমে হয়েছেন মাত্র ৯ শতাংশ।
হিন্দুদের খুন করা হচ্ছে, ভারতে আশ্রয় নিতে বাধ্য করা হচ্ছে তাঁদের ফেলে
যাওয়া সম্পত্তিকে মালিকানাহীন ঘোষণা করে দখল করে নেওয়া হচ্ছে।তবে শাহবাগের
আন্দোলনের প্রশংসা করে তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলেই যে
বাংলাদেশি, সেটাই দেখাল এই ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আন্দোলন।
বিজয়ের পর তাঁর দলের আরেক এমপি চন্দন মিত্র, যিনি রাষ্ট্রপতি প্রণব
মুখোপাধ্যায়ের সদ্যসমাপ্ত বাংলাদেশ সফরে সঙ্গী হয়েছিলেন, বলেছেন, বর্তমানে
বাংলাদেশে এক বিস্ফোরক পরিস্থিতি রয়েছে।পাকিস্তান, আইএসআই, হুজির মদতে
জামাত এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে হিন্দু, বৌদ্ধরা বিপন্ন বোধ
করছেন।এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের
আলোচনা হয়েছে বলে জানান তিনি।বিজেপি সাংসদদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে
সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব শুক্ল বলেন, সভার এই বক্তব্য
বিদেশমন্ত্রীকে জানানো হবে এবং তিনি যা বলার বলবেন।
Courtesy: Yahoo Bengali